আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জ আদর্শ হাসপাতালে পিঠা উৎসব ও প্রতিযোগীতা

ডেস্ক রিপোর্ট : শীতকাল আসলেই পিঠার কথা কার না মনে পড়ে। আর একসাথেই এক জায়গায় রকমারি পিঠার কদরতো আরেক ধাপ এগিয়ে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতালে হয়ে গেল ব্যতিক্রমী এক পিঠা উৎসব ও প্রতিযোগীতা। বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০ বিকেল ৩ টায় শিবগঞ্জ আদর্শ হাসপাতাল চত্তরে হাসপাতালের মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম রানার পরিচালনায় ও ব্যবস্থাপনা পরিচালক বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা মোহা: কামাল উদ্দীন, শিবগঞ্জ আদর্শ হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ও শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার সভাপতি মাওলানা মোহা: মাহিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একক, যৌথ ও প্রাতিষ্ঠানিকসহ মোট ১৫ জন প্রতিযোগী বিভিন্ন রকমের পিঠা নিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে এবং প্রতিযোগীতায় পিঠার সার্বিক মান বিবেচনায় ৩ জন বিচারকের সুষ্ঠু বিচারকার্যের মাধ্যমে মোসা: মাহবুবা মেহজাবিন মণিকা (একক) প্রথম স্থান, শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা (প্রাতিষ্ঠানিক) দ্বিতীয় স্থান, মোসা: সুরাইয়া সুলতানা ও মোসা: সুলতানা নাসরিন (যৌথ) তৃতীয় স্থান, মোসা: জিয়াসমিন আকতার (একক) চতুর্থ স্থান এবং মোসা: ফাতিমা খাতুন (একক) পঞ্চম স্থান অধিকার করেন। এরপর বিজয়ী ৫ জন সহ সকল অংশগ্রহনকারীর হাতেই স্বান্তনা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এবারের পিঠা উৎসবে স্থানীয় সাংবাদিক হাবিবুল বারি হাবিব এর অংশগ্রহনে সর্বোচ্চ বৃহদাকার পিঠা (১৮ ইঞ্চি লম্বা ও ৮ ইঞ্চি চওড়া) ভেলিকা কেক ছিল সবচেয়ে আকর্ষনীয় । এসময় শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহা: বাবর আলী বলেন, শিবগঞ্জে আমরাই সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দিয়ে আসছি, চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, ভর্তি রত রোগী ও রোগীর স্বজনগণ এবং আশেপাশের লোকজন সহ সবাইকে নিয়ে শীতের রকমারি পিঠা খাওয়ার একটা ব্যতিক্রমী আয়োজন। আমরা প্রতিযোগীতার বাইরেও আলাদাভাবে স্থানীয় লোকজনদের পিঠা খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমরা জনগনের পাশেই আছি এবং ভবিষ্যতে আমরা উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি হাসপাতালের সকল কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করছি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :