নিউজ ডেস্ক : রাজশাহী সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক ড. আজিজুর রহমান দীপুর (৫০) নেতৃত্বে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সময় এই শিক্ষক রাজশাহী সরকারি নিউ ডিগ্রী কলেজে কর্মরত ছিল বলে জানা গেছে । গত শুক্রবার (৩০ আগস্ট) নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী ইসমাইল হোসেন (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। মামলায় তৎকালীন শিক্ষার্থী ও বর্তমানে কর্মকমিশনে কর্মরত কৌশিকুর রহমান, তৎকালীন নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রমজান আলী জনি, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরুখ আহমেদসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ মার্চ দিনগত রাতে তৎকালীন নিউ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শামসুদ্দিন হোস্টেলের সুপার ড. আজিজুর রহমান দীপুর নির্দেশে অন্য আসামিরা হোস্টেলের ২১৩ নং রুমে ২০৩ নং রুমের মনিরুল ইসলাম ও ৩০৫ নং রুমের কাজী তারিফকে কৌশলে ডেকে নেন। পরে ড. আজিজুর রহমান দীপুর নেতৃত্বে কয়েকজন মিলে ইসমাইল হোসেনের মাথার পেছনে চাপাতি দিয়ে আঘাত করে ও তার মাথায় ৩/৪ ইঞ্চি কেটে গুরুতর জখম হয়। এসময় চিৎকার শুনে মনিরুল, কর্ণেল আহমেদ (ইসমাইলের রুমমেট) ও কাজী তারিফ বাচাতে এগিয়ে আসলে দীপুর নির্দেশে কৌশিকুর রহমান রাম দা দিয়ে মনিরুলের মাথায় আঘাত করে। এতে তার মাথায় ৩/৪ ইঞ্চি কেটে গুরুতর জখম হয়। এসময় অন্য আসামিরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম ও স্ট্যাম্প, হকিস্টিক, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এক পর্যায়ে তারা জ্ঞান হারালে তাদের মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরে খবর পেয়ে পুলিশ ও তৎকালীন সহকারী হোস্টেল সুপার রেজা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা করান। সেখানেও চিকিৎসা গ্রহণে এবং মামলা করতে দীপু বাঁধা দেন। অবস্থার পরিবর্তন সাপেক্ষে ভুক্তভুগী এ বিষয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত শিক্ষক আজিজুর রহমান দীপুর সাথে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি। এ ব্যাপারে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদীন বলেন, মামলার বিষয়টি সম্পূর্ণ জানা নেই। ড. আজিজুর রহমান দীপু তাকে বলেছেন যে তার নামে কোনো মামলা হয়নি। তিনি ওই বিষয়টি সমঝোতা করে নিয়েছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলার বিষয়টি অফিসিয়ালভাবে জানতে পারি নি। ঘটনা সত্য হলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নাই। আমি ওই ঘটনার অনেক পরে রাজশাহীতে এসেছি । রাজশাহী সম্পর্কে ধারণাও অনেক কম। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না ।
রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 7 October 2024, সময় : 11:50 PM
আপনার মতামত দিন :