আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে ঠুনকো ঘটনায় বোনের মাথা ফাটালো ভাই

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগলে কপি গাছ খাওয়াকে কেন্দ্র করে তিন জনকে মেরে আহত করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে । আহত আসিরুন বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ ডিসেম্বর ২০২৩ সকাল ৭ টায় সোনাপুর গ্রামের মৃত ইসাহাক মন্ডলের ছেলে রফিকুল ইসলামের ২ টি ছাগল তারই আপন বোন আসিরুন বেগম এর জমিতে গিয়ে কপি গাছ খেতে শুরু করলে আসিরুন বেগম তার ভাইকে ছাগল সরিয়ে নিতে বলে । এমতাবস্থায় রফিকুল ইসলাম তার বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে রফিকুল ইসলাম ও তার স্ত্রী সন্তান সহ বেশ কয়েকজন এসে আসিরুন বেগমের মাথায় হাসুয়া ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে । পরে আসিরুন বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল ও তার নাতি রাসেল ঘটনাস্থলে আসলে তাদেরকেও এলোপাথাড়ি ইট মারতে থাকে রফিকুল ও তার দলবল । ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দুজন সহ আহত তিন জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেন । এ ঘটনার পরে আসিরুন বেগমের বাড়িতে হামলা করে ৮০ হাজার টাকাও লুট করে নেয় বলে অভিযোগ করে তার ছেলে মোস্তাফিজুর রহমান । ঘটনা সম্পর্কে জানতে চাইলে রফিকুল ইসলাম ঘটনা সূত্রের সত্যতা স্বীকার করে বলেন, প্রথমে তারাই আমাদেরকে আঘাত করে । তবে কেউ রক্তাক্ত বা জখম হয়নি বলেও জানায় রফিকুল । তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম তার মায়ের ভরনপোষন দেয়না বলে তার মা মেয়ের বাড়িতে থাকে । এ নিয়ে প্রায়ই রফিকুল তার বোনের সাথে অসদাচরন করে থাকে । এ ঘটনায় শিবগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এএসআই মো: রাসেল আহমেদ জানান, দুই পক্ষের অভিযোগ তদন্তনাধীন রয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :