আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন,আজ যারা এই ডেমি নির্বাচন করছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ গ্রহন করবে না। রাজশাহীতে আমরা অতিতের মত প্রমান করে দিব ওই নির্বাচনী সেন্টার গুলোতে বিশেষ চার পা-য়ের জন্তু ছাড়া কোন মানুষ অংশ গ্রহন করবে না করবে না করবে না।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধনে এ সব কথা বলেন মিজানুর রহমান মিনু। রোববার সকালে নগরীর বাটার মোড়ে এ মানববন্ধনের আয়োজন রাজশাহী মহানগর ও জেলা বিএনপি।

গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৬৩৭ জন বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মানববন্ধনে মিজানুর রহমান মিনু বলেন, সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে প্রচুর টাকা ডিমান্ড করছে। টাকা দিতে না পারলে কারাগারে পাঠিয়ে দিচ্ছে।

মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা থাকলেও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখে স্থান পরিবর্তন করে বিএনপি। পরে তারা বাটার মোড়ে মানববন্ধন করে ।

গ্রেপ্তার নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি করে বিএনপির কেন্দ্রীয় নেতা মিনু আরও বলেন, সরকারের গুম-খুন-নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন নেতাকর্মী। তাদের পরিবারের সদস্যদের আহাজারি তাদের হৃদয়ে স্পর্স করে না।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে মামলা দিচ্ছে। তবে এই জুলুম চালিয়ে এই সরকারের শেষ রক্ষা হবে না। কারণ এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, হয় শহীদ না হয় কারাবরণ, এর জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানান মিনু।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, যুগ্মআহবায়ক নজরুল হুদা, সাবেক এমপি জাহান পান্না।

মানববন্ধন চলাকালে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মানববন্ধন শেষ করে চলে যাওয়ার সময় সাদা পোষাকে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমরা শান্তিপুর্ণভাবে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষ করে কিছু দুর যাওয়ার পর কোন কারণ চাড়াই সাদা পোষকের পুলিশ বিএনপি ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এদের মধ্যে রয়েছেন, নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ডিকেন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু ও যুবদল নেতা কচি। তবে অপর দুইজনের নাম জানাতে পারেননি তিনি।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, আটককৃতরা নাশকতার মামলার আসামী। তারা আত্মগোপনে ছিলেন। মানববন্ধনে অংশ নিতে এসেছিলেন তারা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :