হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সোমবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের চিকু আলীর ছেলে। পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিল। এ সময় কানসাট মিলিক মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মতিউর রহমান নিহত হন। আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।লাশ উদ্দ্ধা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে ।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সংবাদ ক্যাটাগরি : শিবগঞ্জ || প্রকাশের তারিখ: 16 October 2023, সময় : 8:52 PM
আপনার মতামত দিন :
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
প্রকাশক ও সম্পাদক : হাবিবুল বারি হাবিব
ঠিকানা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
ই-মেইল : prithibisangbad@gmail.com
যোগাযোগ : 01712916222
©২০২০ স্বত্বাধিকারী কর্তৃক PrithiSangbad.com এর সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।