নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বহালাবাড়ি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ ইউনিট ছুটে এসে ২ ঘন্টায় চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে পুড়ে যাওয়া পল্টি মুরগির ফার্মে প্রায় ৯০০ বয়লার মুরগি পুড়ে গেছে। পল্টি মুরগির ফার্ম এর মালিক আলহাজ্ব আবু বকর সিদ্দিক জানান, সাতটার দিকে আমার ছাদের উপরে থাকা মুরগির ফার্মে আগুন দেখতে পাই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর পেলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, আমার ফার্মে থাকা ৯০০ বয়লার মুরগি সবগুলো পুড়ে যায় আমার মুরগি সহ সবকিছু মিলে প্রায় ২-৩ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭টার দিকে আগুন জ্বলার সময় দেখতে পাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই । ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জানান, সন্ধ্যা সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তিনি বলেন আনুমানিক ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকা । প্রাথমিকভাবে ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।