আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

শিবগঞ্জে অগ্নিকান্ডে শেষ সম্বল হারিয়ে নি:স্ব পরিবার, পায়নি কোন সহায়তা

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড মর্দানা নয়াপাড়া এলাকায় অগ্নিকান্ডে নি:স্ব হয়ে পড়েছে ১ টি পরিবার । বৃহস্পতিবার ১১ই মে ২০২৩ রাত্রি সাড়ে বারোটার দিকে নয়াপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে গোলাম মোস্তফার বাড়িতে আগুন লাগলে সাথে সাথেই আগুনে পুড়ে তাদের শেষ সম্বল ৩ টি গরু মারা যায় । পুড়ে ছাই হয়ে যায় বাড়ি সহ বাড়ির সকল আসবাবপত্র, পোশাক ও খাদ্য সামগ্রী । বর্তমানে নি:স্ব হয়ে প্রায় অভুক্ত জীবন যাপন করছে পরিবারটি । প্রতিবেশী ও এলাকার মানুষের নিকট থেকে চাল-ডাল ও সামান্য অর্থ সংগ্রহ করলেও তা দিয়ে হচ্ছেনা খাদ্যের যোগান । এমতাবস্থায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সহ দানশীল ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা । ক্ষতিগ্রস্থ গোলাম মোস্তফার ছেলে মাসুম আলী বলেন, আমাদের একটা খড়ের বাড়ি ছিল । রাতের আগুনে বাড়ি সহ একমাত্র সম্বল ৩ টি গরু, খাবার, পোশাক ও কিছু টাকা সহ সব পুড়ে ছাই হয়ে গেছে । এখন কিছুই নেই আমাদের । থাকার জায়গাটুকুও নেই । গ্রামের মানুষের দেয়া কিছু খাদ্য ও সামান্য টাকা ছাড়া এখন পর্যন্ত কোন সহযোগীতাও পায়নি বলেও জানান তিনি । স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম আযম বলেন, পরিবারটি একদম নি:স্ব হয়ে গেছে । খাবার ও থাকার যায়না কিছুই নেই । তাদের জন্য সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন । তবে সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি একটি আবেদনে সুপারিশ করেছেন বলে জানান ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :