আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

৭২ ঘন্টায় ভোটের ফলাফল ঘোষণা না করলে উপজেলা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আরজেদ আলী (ভুটু) বলেছেন, উপজেলা নির্বাচন অফিসার যদি আগামি ৭২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না করে তাহলে উপজেলা ঘেরাও করা হবে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায়  উপজেলার পোলাডাঙ্গা ইসলামপুর বাজারের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২৬ ডিসেম্বর ইউনিয়নের নির্বাচনে মোট ৫ কেন্দ্রে ভোট জাল ডাকাতির ঘটনায় নির্বাচনের ফালাফল ঘোষণা বন্ধ রেখেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন সরকারি গাড়ি ব্যবহার নৌকার পক্ষে ভোট করেছেন। তিনি ভোট ডাকাতির কাজে নৌকার সমর্থকদের সহায়তা করেছেন।

এর আগে সাকলে ওই বাজারে এক সংবাদ সম্মেলন করেন আরজেদ আলী ভুটু। তিনি সেখানে বলেন, ভোটে আমার প্রতীক ছিলো মোটরসাইকেল। ৮ ও ৯ নং ওয়ার্ডে নৌকার সমর্থকরা আমার প্রতীকের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এছাড়াও ৬ নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার আমার ২৩৭ টি ভোট বিনাকারণে বাতিল করেছেন। এছাড়াও ১ ওয়ার্ডে নজিরপুরে সুষ্ঠু ভাবে হওয়ার পরেও ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনা করেনি।

সংবাদ সম্মেলনে দলদলি ইউনিয়নের ১,৩ ও ৪ নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হওয়ায় জনগণের ভোটের কাঙ্খিত ফলাফল ঘোষণা, ৮ ও ৯ ওয়ার্ডে পুনরায় ভোট গণনা, ৬ নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার দাবি জানান আরজেদ আলী।

উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসন বলেন, আরজেদ আলী ভুটু আমার বিরুদ্ধে যা বলেছে, সব বানোয়াট। সে নিজেই ভোট ডাকাতির সাথে জড়িত।

রিটার্নিং অফিসার তাসিনুর রহমান জানান,
প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে দলদলী ইউনিয়নের ৩ ভোট কেন্দ্রে পুনরায় তফসিল ঘোষণা করে ভোট গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :