হাবিবুল বারি হাবিব : আগামী ২৮ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন । ইতিমধ্যেই এই ধাপের সকল ইউনিয়ন পরিষদে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের কাজ সম্পন্ন হয়েছে । তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো: তোজাম্মেল হক । মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার মধ্যে শাহবাজপুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন । আমি বর্তমানে এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি । এই ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার
মানুষ আমাকে চেয়ারম্যান পদে আবারো নির্বাচন করতে ব্যাপক উৎসাহ দিয়েছে । মূলত জনগনের উৎসাহ ও ভালোবাসার প্রেক্ষিতেই আমি এবারও নির্বাচনে এসেছি । এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেরই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন । শাহবাজপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম ও পাড়া থেকেই আমি ব্যাপক সাড়া পাচ্ছি, আমি আশাবাদী যে, আসন্ন নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে । এসময় তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শাহবাজপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য যাতায়াত ব্যবস্থার সংস্কার এবং জীবনযাত্রার মনোন্নয়নপত্র সহ সকল বয়স্ক, অসহায় ও দরিদ্রদের জন্য বিনামূল্যে বিভিন্ন ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন তিনি । বক্তব্যে নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত শাহবাজপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সার্বিক সহযোগীতাও কামনা করেছেন চেয়ারম্যান অধ্যাপক মো: তোজাম্মেল হক ।
শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অধ্যাপক মো: তোজাম্মেল হক
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 2 November 2021, সময় : 7:34 PM
আপনার মতামত দিন :