আজ শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস

চৌডালা ইউনয়নে স্বতন্ত্র প্রার্থী খলিল হাজ্বীর অটোরিক্সা প্রতীকের বিশাল শোডাউন

হাবিবুল বারি হাবিব : আগামী ১১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচেছ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে এই ধাপের নির্বাচনের। প্রতীক বরাদ্দের পরপরই স্ব স্ব প্রতীক নিয়ে প্রচারণার মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: নূরে আলম সিদ্দিকী (খলিল হাজ্বী)। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় ২৭ অক্টোবর ২০২১ বিকেলে এই প্রার্থীর প্রচারণায় প্রায় ২ শতাধিক মোটরসাইকেল ও অটোরিক্সা নিয়ে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি ডৌডালা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাদরাসা মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: নূরে আলম সিদ্দিকী (খলিল হাজ্বী)। বক্তব্যে তিনি বলেন, আমি অত্র ইউনিয়নের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটারদের উৎসাহ ও ভালোবাসা নিয়েই নির্বাচনে এসেছি। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি এলাকার জনগন আামাকে ব্যপকভাবে সাড়া দিচ্ছেন। আমি জনগনের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী ১১ নভেম্বর ২০২১ সকলকেই অটোরিক্সা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। এসময় তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে চৌডালার নদী ভাঙন কবলিত এলাকার সংস্কারে সর্বাধিক গুরুত্ব দেয়া সহ অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও মাদক নির্মূলে সরকারের সহযোগীতা নিয়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহনেরও আশ্বাস দেন চেয়ারম্যান প্রার্থী মো: নূরে আলম সিদ্দিকী (খলিল হাজ্বী)। পথসভায় ডৌডালা ইউনিয়নের ভোটাররাও বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমানে অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইতিপূর্বে একজন মেম্বার ছিলেন। নয়জন মেম্বারের মধ্যে একমাত্র তিনিই জেলা প্রশাসক মহোদয়ের সামনে নিজেকে ও নিজের ওয়ার্ডকে শতভাগ দুর্নীতি মুক্ত হিসেবে দাবী করার সাহস পেয়েছিলেন। অতএব এবারের নির্বাচনে সততা ও যোগ্যতার ভিত্তিতে আমরা খলিল হাজ্বীকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :