আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

মোবারকপুরে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দীনের বিশাল জনসভা

হাবিবুল বারি হাবিব : শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ । এরই মধ্যে প্রথম ধাপের নির্বাচন শেষ ও দ্বিতীয় ধাপের তফসীল ঘোষণা সম্পন্ন হয়েছে । এবার দরজায় কড়া নাড়ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন । তফসীল ঘোষণার ক্ষণ গুনছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা । সুধী সমাবেশ, উঠান বৈঠক ও শোডাউন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীগণ । তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: কামাল উদ্দীনের আয়োজনে টিকরি বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

দুপুর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন আসতে শুরু করে মতবিনিময় সভায় । কিন্তু কিছুক্ষনের মধ্যেই মতবিনিময় সভা যেন বিশাল জনসভায রুপান্তরিত হয় । তৈরি হয় জনসমুদ্র ।

মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্জ মহসিন আলীর সভাপতিত্বে ও সোনামসজিদ কলেজের প্রভাষক আশরাফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: কামাল উদ্দীন । এসময় তিনি বলেন, মোবারকপুর ইউনিয়নবাসীর ব্যাপক উৎসাহ নিয়ে গত ইউপি নির্বাচনে আমি নৌকা প্রতীকের  মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম, কিন্তু অল্প ভোটের ব্যবধানে আমি পরাজিত হই । আসন্ন ইউপি নির্বাচনে জনগনের আরো ব্যাপক সাড়া রয়েছে, আমি আশাবাদী যে, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আমাকে মনোনয়ন দেয়া হবে এবং আমি বিপুল ভোটে বিজয়ী হবো । এসময় সকলের দোয়া ও সহযোগীতাও কামনা করেন তিনি ।

সভায় আরো উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্জ শফি বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ সাদিকুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ মুন্টু বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য নুরজাহান বেগম, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান টুকু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডর আয়েশ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক মিয়া, ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বেনাউল ইসলাম ও ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি মো: রানা সহ আরো অনেকেই । এসময় বক্তারা চেয়ারম্যান পদে মো: কামাল উদ্দীনকে নৌকার মনোনয়ন দেয়ার জুন দাবী জানান ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :