আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

নাচোলে সন্ত্রাসি হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সন্ত্রাসিদের হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীণ। সুফিয়ান বাদী হয়ে নাচোল থানায় একটি অভিযোগ করেছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্তরে দৈনিক প্রভাতি খবরের নাচোল প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আবু সুফিয়ান পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদ চত্তরে গেলে কিছু বুঝে উঠার আগে ওঁত পেতে থাকা নাচোল ইসলামপুর গ্রামের সায়েরা খাতুন মালার(অবসর প্রাপ্ত সেবিকা) ছেলে সাংবাদিক আবু সুফিয়ানকে মোটর সাইকেল থেকে জোরপূর্ব নামিয়ে জনিসহ অজ্ঞাতনামা ১০/১২ সন্ত্রাসি লাঠি সোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে জনি লোহার রড দিয়ে সাংবাদিক সুফিয়ানকে হত্যার উদ্যোশে মাথায় ও বুকে আঘাত করলে গুরুতর জখম হয়।ওই সময় তার বুক পকেটে থাকা ৯,৫৫০টাকা ও একটি স্যামসাং এম-৩০-এস স্মার্র্ট ফোন ছিনিয়ে নেয়। পরে সাংবাদিক সহকর্মী ও স্থানীরা তাকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, জনি মাদকসেবী ও মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। সে চাাঁদাবাদিসহ বিভিন্ন প্রতারনামূলক কর্মকান্ডের সাথে জড়িত। ইতিমমধ্যে সে বিভিন্ন মামলা জেল খেটেছে। বর্তমানে কিশোর গ্যাংসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত।এ বিষয়ে জনির সঙ্গে একাধিকবার মোবইল ফোনে মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি । এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :