নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২১ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউপি চত্বরে ভিজিএফ’র চাল বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম জুয়েল।
উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্দুল লতিফ, ওয়ার্ড সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, মো. কাহবুল আলম, সাদিকুল ইসলাম, জিয়াউর রহমান, মহিলা সদস্য রুপালী খাতুন, তানজিলা বেগম। এসময় দাইপুখুরিয়া ইউনিয়নের ৩ হাজার ১৮ পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয় ।