নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ হোসেন আলী মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারীর একটি আমবাগানে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, অতিরিক্ত ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু সহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।
এদিকে আটরশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।