আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চারঘাট থেকে : রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চারঘাট পৌরসভার থানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই শিক্ষার্থী নিজ বাড়িতে ফ্যান মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম শিশিম ইসলাম (১৬)। সে থানাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেওয়ান আলীর ছেলে। নিহত শিশিম ইসলাম স্থানীয় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশিম ইসলাম মাঝে মাঝে শখের বসে বৈদ্যুতিক জিনিস মেরামতের কাজ করতো। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাতাল দিয়ে ফ্যানের তার লাগানোর সময় অসাবধানতা বশত সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশিম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ তার বাড়িতেই আছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ থানায় নিয়ে আসা হয়নি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :