আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

সাংবাদিকদের সাথে শিবগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল ইসলামের মতবিনিময়

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । বৃহস্পতিবার ২২ এপ্রিল ২০২১ পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভায় মেয়র বলেন, আমার পূর্বের পরিষদ অর্থাৎ পৌরসভার প্রতিষ্ঠা থেকে শুরু করে সর্বপরি বিগত পরিষদ পর্যন্ত যে সকল পরিষদ দায়িত্ব পালন করেছেন তারা ১২৬ জন কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন এবং প্রায় ১৫ কোটি টাকা দেনা রেখে গেছেন । আগের পরিষদ কোনো দেনা পরিশোধ না করে দেনার পাল্লা ভারি করেই গেছেন । আমরা দায়িত্ব নেয়ার ১ মাসে দেখেছি এসব দেনা পরিষদের পক্ষে পরিশোধ করা সম্ভব । কিন্তু তারা দেনা পরিশোধ তো দূরের কথা বরং দেনার পরিমাণ বাড়িয়েছেন ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌরসভায় পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ১২৬জন অবৈধ কর্মচারীর মধ্যে বিগত পরিষদ ৪৬ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন যাদের কোন ধরনের নিয়োগপত্র দেয়া হয়নি । যা ২০০৯ সালের গেজেট এবং ৩০/০৬/১৯৯৮ খ্রি. তারিখের স্মারক নং পৌর-২/পরি-৩/৯৮/৯৬১(১৬২), ২৭/০৮/২০০৫ খ্রি. তারিখের স্মারক নং পৌর-২/বিবিধ-১/২০০২/১২৫৮, ২৬/০৬/২০১১ খ্রি. তারিখের সম্বারক নং ৪৬.০৬৩.০৩১.০৮.০০.০০৯.২০১১-৭৪৫ নং স্মারকের পরিপত্র অনুয়ায়ী সম্পূর্ণ অবৈধ ।

এসময় মেয়র আরো বলেন, আমার পূর্বের পরিষদ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মচারীদের প্রায় ২ বছরের বেতন ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধাদি বকেয়া রেখে যান । যার মধ্যে কর্মকর্তা/কর্মচারীদের বেতন জুলাই-২০১৯ হতে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২২৬ টাকা, কর্মকর্তা/কর্মচারীদের পি.এফ ডিসেম্বর-২০১১ হতে ২০২১ পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৫৯ ৬৪৪ টাকা ৯২ পয়সা, কর্মকর্তা/কর্মচারীদের আনুতোষিক ডিসেম্বর-২০১১ হতে ২০২১ পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৯৯ টাকা ২৯ পয়সা, মেয়র/কাউন্সিলরদের সম্মানী ভাতা জুন-২০১৯ হতে ২০২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ লাখ ৬০ হাজার টাকা। অবসর ও মৃত কর্মকর্তা/কর্মচারীদের মোট পাওনা ১ কোটি ১৯ লাখ ৮৭ হাজার ৮৭২ টাকা, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন ৭৯ লাখ ২ হাজার ১৩৩ টাকা, উন্নয়ন প্রকল্পের পাওনা (এডিপি)র ৩ কোটি ২ লাখ ৬৬ হাজার ৮৮টাকা । সর্বমোট ১৪ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৮৬৬ টাকা ২ পয়সা ঘাটতি মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহন করার কথা জানান তিনি ।

তিনি বলেন, যেখানে পরিষদের আয়ের উৎস আছে, সেখানে এতো দেনা কেনো হবে আমার মাথায় আসে না। এর আগে যারা দায়িত্ব পালন করেছেন তারা শুধু দেনায় করে গেছেন, দেনা পরিশোধের কথা একটি বারও ভাবেননি বা পরিশোধ করেননি।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুল, পৌর সচিব মোবারক হোসেনসহ পৌর পরিষদের কাউন্সিলরগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :