আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে কাউন্সিলর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন নিয়ে হতাশ প্রার্থী জেম

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মার্চ ২০২১ বুধবার। ইতিপূর্বেই মনোনয়ন দাখিল ও প্রতীক বরাদ্দের পরপরই স্ব স্ব প্রতীক নিয়ে প্রচারণার মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে ব্যাপক হাতাশায় ভুগছেন প্রার্থীসহ এলাকার ভোটাররা। উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকের প্রার্থী মো: খাইরুল আলম জেম জানান, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের অত্যাচার ও হয়রানির কারনে আমি দীর্ঘদিন থেকেই এলাকার বাইরে রয়েছি। গত ২০১৫ সালের নির্বাচনেও আমি স্ব শরীরে ভোটারদের কাছে ভোট চাইতে পারিনি, বরং আমি মনোনয়ন দাখিল করেই এলাকার বাইরে চলে গেলেও আমার সমর্থকরা নির্বাচনী মাঠে কাজ করে এলাকার মানুষের ভোটে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি একজন নির্বাচিত কাউন্সিলর হয়ে এবারের নির্বাচনে অংশগ্রহন করার পর থেকেই তারা আমাকে এলাকার বাইরে রাখার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। তারা নিজেরা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অঘটন ঘটিয়ে আমার উপর দায় চাপানোর চেষ্টা করছেন এমনকি আমি দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ থাকার ফলে এলাকার বাইরে অবস্থান করলেও আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা চাপিয়ে আমাকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখার পাঁয়তারা করছেন। এসকল বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের নিকট কোন অভিযোগ দিয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, এলাকায় দীর্ঘদিনের  দাঙ্গা-হাঙ্গামা ও অস্থিতিমীল পরিবেশকে স্থিতিশীল করতে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও দরখাস্ত  দিলেও এখন পর্যন্ত তার কোন সুরাহা হয়নি। সম্প্রতি শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় একটা পক্ষ ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে, যার ফলে আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে চরমভাবে শঙ্কিত এবং এসকল সমস্যা নিরসন করে যাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয় সেই দাবীতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি সুষ্ঠু নির্বাচনের কোন আশ্বাস পাচ্ছিনা। এখনও আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে বিভিন্ন লোকজন এলাকায় আাসলে আমাকে হত্যা করা হবে এমন হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়েই আসছে এবং আমার নামে মিথ্যা মামলা করে নির্বাচনের পূর্বে গ্রেফতারের পাঁয়তারা করছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুদৃষ্টিও কামনা করেন তিনি। এসকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাইরুল আলম জেম এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: গোলাম আজম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের উপর করা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমান আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ হোসেন জানান, বর্তমানে সেই এলাকায় পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি শান্ত আছে এবং ১ টি মামলাও চলমান রয়েছে । নির্বাচন সুষ্ঠু করতে আমাদের সকল তৎপরতা অব্যাহত থাকবে । অভিযোগ দাখিলের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, অভিযোগ পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর এবং তা বাস্তবায়নে নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও মোবাইল টীম বিদ্যমান থাকবে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :