নিউজ ডেস্ক : আসন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা নির্বাচনী ২৭টি ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ পদ্মা সিনেমা হল চত্বরে গণমাধ্যমের সামনে তিনি এসব ইশতেহার ঘোষণা করেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে শিবগঞ্জ পৌরসভায় ৫ বছরের জন্য জনগণের উপর বর্ধিত করের বোঝা চাপিয়ে দেয়া হবে না, জলবদ্ধতা-যানজট নিরসন, কর্মজীবি তরুন-তরুণীদের জন্য একটি নৈশ মহাবিদ্যালয় স্থাপন করার ব্যবস্থা গ্রহণ করা হবে, শিশুদের দৃষ্টিনন্দন শিশু পার্ক, দরিদ্র মানুষের সুচিকিৎসার জন্য তিন ওয়ার্ড মিলে একটি স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করা হবে।
পাশাপাশি ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনের ভোগান্তি দূর করা হবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পৌর এলাকার পুঠিমারী বিল সড়কের রাতের বেলা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও নতুন প্রজন্মের আউটসোর্সিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ মোড়ে ফ্রি ওয়াই ফাই জোনের আওতায় আনা হবে। কাঁচা বাজারগুলো সংস্কার ও মান বৃদ্ধি করে আধুনিকায়ন করা হবে। এছাড়া বীরমুক্তিযোদ্ধাদের হোল্ডিং টাক্স, পানির বিল মওকুফ করা হবে। পাশাপাশি পৌরসভার উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনসাধারণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তাছাড়াও তিন মাস পর পর একবার জনতার মুখোমুখী হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবদিহি করা হবে। ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে- মেয়র নির্বাচিত হলে উল্লেখিত ইশতেহারের কর্মসূচি সমূহ বাস্তবায়িত করতে পারলে শিবগঞ্জ পৌরসভায় শান্তি, সমৃদ্ধি ও আধুনিকতার রূপে রূপায়িত একটি সর্বাধুনিক জনপদ হবে শিবগঞ্জ পৌরসভা।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুকুল, বিএনপি নেতা এনামুল হক আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার ও ছাত্রদল নেতা বারিউল ইসলাম তুষারসহ স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।