আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

একই দিনে চাঁপাইনবাবগঞ্জে ৩ নেতার মৃত্যু

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জ জেলায় একই দিনে ৩ নেতার আকস্মিক মৃত্যু হয়েছে । শুক্রবার ২৯ জানুয়ারি ২০২১ জেলার সদর উপজেলার ১ বিএনপি নেতা ও শিবগঞ্জ উপজেলার ১ বিএনপি ও ১ আওয়ামীলীগ নেতা মৃত্যু বরণ করেন । ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজীঊন) ।

চাঁপাইনবাবগঞ্জ সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন (৪৪) ভাই চলে গেলেন না ফেরার দেশে । (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজীঊন)। শুক্রবার সাড়ে ৭ টার দিকে পৌর এলাকার টাউন ক্লাবে ব্যাডমিন্টন খেলার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আনোয়ার হোসেন। মৃত্যুকালে তাঁর সহধর্মিণী ও ৩ মেয়েকে রেখে গেছেন । শনিবার সকাল ১১ টার সময় মরহুমের জানাযার নামাজ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং মৃধাপাড়া গোরস্তানে দাফন করা হয় । এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজীঊন) । তাঁর জানাযার নামায শুক্রবার বিকেল ৩ টায় চকদৌলতপুর আমবাজারে অনুষ্ঠিত হয় । তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, এ্যাড. আশিফা আশরাফি পাপিয়া, আবদুল ওয়াহেদ, বিএমপি নেতা ওবায়েদ পাঠান, আমিনুল ইসলাম মতি ।

একই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম (৪৮) নিজ বাড়ির ওয়াশরুমে পড়ে গিয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজীঊন)। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। মরহুম আব্দুস সালাম মরদানা গ্রামের আতাউর রহমানের ছেলে । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম জেম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :