ডেস্ক রিপোর্ট : বহুল প্রচলিত সংবাদ মাধ্যম দৈনিক পৃথিবী সংবাদ । দেশ ও দেশের মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছে এই সংবাদ মাধ্যমটি । গতকাল ১৯ জানুয়ারি ২০২১ রাতে দৈনিক পৃথিবী সংবাদ ও দৈনিক লালসবুজের কন্ঠে “শিবগঞ্জে শীতে কাঁপছে নৈশ প্রহরীরা, নেই তেমন শীতবস্ত্র” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সাথে সাথেই তা নজরে পড়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: বাবর আলীর । তীব্র শীতে নৈশ প্রহরীদের অসহায়ত্বের খবর পড়েই সকলের জন্য কম্বল নিয়ে উপস্থিত হোন তিনি । রাত ১১ টায় শিবগঞ্জ বাজারে প্রহরীর দায়িত্ব পালন করার সময় ৭ জনের প্রত্যেকের নিকট কম্বল পৌঁছে দেন আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ) এর সহ-সভাপতি মো: বাবর আলী । এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ আদর্শ হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ । রাতে হঠাত শীত নিবারণের কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে যান নৈশ প্রহরীরা ।
দৈনিক পৃথিবী সংবাদে প্রকাশিত সংবাদ দেখেই শীতবস্ত্র পৌঁছে দিল আদর্শ হাসপাতাল
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 20 January 2021, সময় : 6:49 PM
আপনার মতামত দিন :