হাবিবুল বারি হাবিব : আগামী ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশের চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে শিবগঞ্জ পৌরসভার নির্বাচন ।
আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা নির্বাচন কার্যালয়ে ১৭ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দিয়েছেন শিবগঞ্জ পৌরসভার জালমারি এলাকার সৈয়দ মনিরুল ইসলাম । মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নাজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা । এসময় সৈয়দ মনিরুল ইসলাম বলেন, শিবগঞ্জ পৌরবাসীর ব্যাপক সাড়া ও সহযোগীতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহন করছি । আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা আপনাদের হাতে তুলে দিলাম । নৌকা প্রতীককে বিজয়ী করতে আপনাদের সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি ।