নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ৭২ বোতল ফেনসিডিল সহ শিবগঞ্জের শহিদুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব । র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, র্যাব-৫ এর একটি দল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল । এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পৌরসভাস্থ মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ড সি লাইন বাস কাউন্টারের মধ্যে ১ জন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৬ জানুয়ারি ২০২১ রাত সাড়ে ৯ ঘটিকায় এক মাদক ব্যবসায়ীকে নিষিদ্ধ ভারতীয় ৭২ বোতল ফেনসিডিল সহ আটক করে । আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর নামোচাকপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শহিদুল ইসলাম । এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল সেট, ১ টি সিম কার্ড ও ১টি ট্রাভেল ব্যাগ ও জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব ।
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল সহ শিবগঞ্জের শহিদুলকে আটক করেছে র্যাব
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 17 January 2021, সময় : 1:00 PM
আপনার মতামত দিন :