নিউজ ডেস্ক : পবিত্র জুমআ’র নামায ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম । শুক্রবার ১৫ জানুয়ারি ২০২১ মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদে পবিত্র জুমআ’র নামায আদায়ের পর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি । এসময় শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ।