হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাষন্ড এক স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। বুধবার ৬ জানুয়ারি ২০২১ রাত ৯:১৫ টায় উপজেলার মনাকষা চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল লতিব জানান, বুধবার রাত ৯:১৫ টার দিকে চৌধুরিপাড়ার মৃত বজু আলীর ছেলে মধু আলী তার স্ত্রী তানজিলা বেগম (২৮) কে কুপিয়ে হত্যা করে। নিহত তানজিলা বেগম ২ সন্তানের মা বলেও জানান তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদ হোসেন বলেন, আমরা হত্যার ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক স্বামী মধু আলীকে আটক করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি হচ্ছে।
শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 6 January 2021, সময় : 5:48 PM
আপনার মতামত দিন :