নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য একমাত্র নারী মেয়র প্রার্থী মোসা. হালিমা খাতুন।
২১ ডিসেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ, ধানমন্ডির পার্টি অফিসে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন হালিমা খাতুন। এ সময় তার ছেলে হিমেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হালিমা খাতুন আশাবাদী যে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকার মাঝি বানাবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য, মেয়র প্রার্থী হালিমা খাতুন এরই মধ্যে এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাড়িবাড়ি গিয়ে গণসংযোগ করে যাচ্ছেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে ও হচ্ছে সেটা এলাকার জণগণকে জানান তিনি ।