নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ফেনসিডিল গুলো বোতল থেকে বের করে কোল্ড ড্রিঙ্কসের ৫টি বোতলে ভরে নিয়ে যাচ্ছিলেন নুরুজ্জামান।
শুক্রবার রাত ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল প্লাজা থেকে সরকারি গাড়িসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানাগেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি গাড়িতে মাদক পাচার করে আসছিলো এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার গাড়ি থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার সরকারি গাড়িটিও জব্দ করা হয়েছে।
নুরুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে ।