জামিল হোসেন, ভোলাহাট থেকে : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসে বারতি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ।বেড়েছে সেবার মান।
স্বরজমিনে গিয়ে দেখা গেছে মাস্ক ছাড়া কেউ গেলেই তাকে মাস্ক দেয়া হচ্ছে এবং হ্যান্ড স্যানিজেটর দিয়ে হাতে স্প্রে করে অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।এমনকি নির্বাচন অফিসার তাসিনুর রহমান নিজ হাতেই মাস্ক পড়িয়ে দিচ্ছেন সেবা নিতে আসা জনসাধারণের মুখে।
আগের তুলনায় বেড়েছে নির্বাচন অফিসের সেবার মান।সেবা নিতে আসা সাধারণ মানুষকে আর ফিরে যেতে বা বসে থাকতে হয়না।
জাতীয় পরিচয় পত্রের সংশোধনের কাজ আগের থেকে দ্রুত করা হচ্ছে।তদন্তের গতি বাড়ানো হয়েছে।নতুন ভোটার করা হচ্ছে।
এতে করে দেখা যাচ্ছে এভাবে সেবা চলতে থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ গড়ার সম্ভাবনা অনেকটাই বেশী।
এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে সেই সাথে ভোলাহাট উপজেলা নির্বাচন অফিস ভোলাহাটের সাধারণ মানুষের সেবা দিয়ে সেবার মান বাড়িয়ে চলেছে ।