হাবিবুল বারি হাবিব : মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রয়েল স্কুল এন্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ ডিসেম্বর ২০২০ সকালে রয়েল স্কুল এন্ড কলেজের সামনে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মাসুদুল হক এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগীতায় ৬ষ্ঠ শ্রেণী থেকে মরিয়ম খাতুন-১ম, তামান্না খাতুন-২য়, ফাতিমা খাতুন-৩য় ও আব্দুল আজিম ৪র্থ; ৭ম শ্রেণী থেকে জোহিতা খাতুন-১ম, মুনিম খাতুন-২য়, ও ফারাত লামইয়া ৩য়; ৮ম শ্রেণী থেকে সাবরিনা খাতুন-১ম, নূর ইসলাম ইমন-২য়, ও মাকসুদা খাতুন-৩য় এবং ৯ম শ্রেণী থেকে তাসমিরা খাতুন-১ম, আস্বিয়া খাতুন-২য় ও মাহবুবা খাতুন-৩য় সহ মোট ১৩ জন ছাত্র-ছাত্রী বিজয়ী হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
শিবগঞ্জ রয়েল স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপিত
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 16 December 2020, সময় : 6:59 PM
আপনার মতামত দিন :