আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে ভূমি উন্নয়ন কর ডিজিটালাইজেশন পাইলটিং কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমি উন্নয়ন কর ডিজিটালাইজেশন পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে । জমি ও ভূমি মালিকদের কর প্রদানে সময় অপচয় ও ঝামেলা এড়াতে এ কার্যক্রম শুরু হয়েছে । প্রাথমিক পর্যায়ে শুক্রবার ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এ কার্যক্রম চলবে । প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার রসুলপুর, কাশিবাটি, তর্তিপুর ও জোতবিনোদ এ ৪ টি মৌজায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার সকল মৌজায় ভূমি অফিস কর্তৃক নিযুক্ত প্রতিনিধিগণ গিয়ে এ ডিজিটালাইজেশন পাইলটিং এর কাজ সম্পন্ন করবেন । একাজ সম্পন্ন করতে ভূমি মালিকদের হোল্ডিং নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল ফোন নম্বর, ছবি ও সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি প্রদানের জন্য বলা হয়েছে । ডিজিটালাইজেশন পাইলটিং কার্যক্রমের রসুলপুর মৌজায় নিয়োজিত শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত রশিদুল ইসলাম ও আতাউর রহমান জানান, ভূমি মালিকদের ভূমি কর প্রদানে ইতো:পূর্বে অফিসে গিয়ে যে ঝামেলা পোহাতে হতো, এখন সেসব ঝামেলা এড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে । আমরা নির্দিষ্ট এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ও বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছি । সংগ্রীহিত তথ্য অনলাইনে আপলোড করার পরে ভূমি মালিকরা মোবাইল হিসাব সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিজেদের কর পরিশোধ করতে পারবেন । এবিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা বলেন, ভূমি মালিকদের কর পরিশোধ সহ যাবতীয় সুবিধা অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে প্রদানের নিমিত্তেই এই উদ্যোগ নেয়া হয়েছে । প্রাথমিক পর্যায়ে ৪ টি মৌজায় আমরা একাজ শুরু করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি মৌজাগুলোর তথ্য সংগ্রহ করে ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করা হবে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :