কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় ডলার নামে স্থানীয় এক বাসীন্দার বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আসামী দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১০ নং ওয়ার্ডের নয়ানশুকার মোছা. রফিনা বেগম ও মৃত আজিজুর রহমানের ছেলে মো. আলম (৪০) এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বালুগ্রামের মোছা. পিয়ারা বেগম ও মৃত তোফাজ্জল হকের ছেলে মিনহাজুল ইসলাম (২৯)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আলম ও মিনহাজকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন আসামী দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি অটোরিকশা ও মাদকবিক্রির ১৬ হাজার ৫০০ টাকাও জব্দ করে র্যাব ।