পৃথিবী সংবাদ ডেস্ক : আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচন কে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মনিরুল ইসলামের পক্ষ থেকে শিবগঞ্জ পৌর-আওয়ামী যুবলীগের গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১০টায় শিবগঞ্জ পৌর-আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসিফ আহমেদ সৌরভের নেতৃত্বে শিবগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও বাজারে মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের লিফলেট বিতরণ করেন শিবগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা । আগামী নির্বাচনে শিবগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে সৈয়দ মনিরুল ইসলামে পক্ষে নৌকার ভোট প্রার্থনা ও জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন-মূলক কাজগুলো মানুষের মাঝে তুলে ধরছেন নেতাকর্মীরা ।
গনসংযোগে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর-আওয়ামী যুবলীগ নেতা সুমন হায়দার ও সুইট সহ পৌর-যুবলীগের নেতা-কর্মীরা ।