নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দের পর তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাগুর মাছ রাখার জন্য নির্মিত চৌবাচ্চাটিও ধ্বংশ করা হয়। সোমবার সকালে কানসাট মাছ বাজারে এ অভিযান চালানো হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল জানান, কানসাটের মাছের আড়তে আফ্রিকান মাগুর মজুদ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির নেতৃত্বে সোমবার ভোর ৬টার দিকে মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দের পর তা স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ীকে পাওয়া না যাওয়ায় মজুদের জন্য ব্যবহৃত চৌবাচ্চাটি শ্রমিক দিয়ে ভেঙ্গে ধ্বংশ করা হয়। শেষে স্থানীয়দের এ মাছ আমদানী না করার জন্য প্রাথমিকভাবে সর্তক করে দেয়া হয়।
শিবগঞ্জে ৫০ মণ মাগুর মাছ জব্দ
সংবাদ ক্যাটাগরি : অন্যান্য || প্রকাশের তারিখ: 12 October 2020, সময় : 5:45 PM
আপনার মতামত দিন :
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
প্রকাশক ও সম্পাদক : হাবিবুল বারি হাবিব
ঠিকানা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
ই-মেইল : prithibisangbad@gmail.com
যোগাযোগ : 01712916222
©২০২০ স্বত্বাধিকারী কর্তৃক PrithiSangbad.com এর সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।