নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে কলেজ ছাত্রীকে খুঁটির সাথে বেধে নির্যাতনের ঘটনায় মুলহোতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিম এর ছেলে আশিকুর রহমান সোহান (২৫)।
আজ দুপুরে ডিবি’র ওসি বাবুল উদ্দীন সরদার এক প্রেস বিফিং এ বলেন, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের দোকানে টাকা তোলা নিয়ে এজেন্টের সাথে এক কলেজ ছাত্রীর ঝামেলা হয়। একপর্যায়ে ছাত্রী ঘটনাস্থলে থেকে চলে গেলে এজেন্ট মালিক প্রায় এক মিলোমিটার দুর থেকে ভ্যানে করে ধরে নিয়ে এসে দোকানের সামনে খুটির সাথে বেধে রেখে ওই ছাত্রীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
খুঁটির সাথে বেঁধে রাখা ওই ছবিটি সোস্যাল মিডিয়া ভাইরাল হলে স্থানীয় বিকাশ এজেন্টের মালিক সোহানকে শনিবার গভীর রাতে তার নিজে বাড়ি থেকে আটক করা হয়। তিনি আরো জানান, এঘটনায় তার বিরুদ্ধে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।