আজ শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

আগস্টে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মোট ১০৭ অভিযানে ৫০ মামলা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আগস্ট মাসে ১০৭টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খানের নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে এসব অভিযান জেলার বিভিন্নস্থানে পরিচালনা করা হয়। গত মাসের শতাধিক এসব মাদক বিরোধী অভিযানে ৫০টি মামলা হয়েছে। বাকি মাদকসেবিদের মোবাইল কোর্টে জেল জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, করোনা পরিস্থিতিতে নানা সীমাবদ্ধতার মধ্যেও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে মাদকবিরোধী এসব অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মাদকবিরোধী এ সব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, গত আগষ্ট মাসে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ বোতল ফেন্সিডিল, ১০ গ্রাম হেরোইন ও ৩ কেজি ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিএনসির দল। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এসব অভিযানের অন্য সদস্যরা হলেন, উপ-পরিদর্শক আসাদুর রহমান, উপ-পরিদর্শক রেজওয়ান মোরশেদ, মো. তাসরিকুল ইসলাম, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, জাহিদুল ইসলাম ও মো. খাদেমুল ইসলাম ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :