ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ২ টি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি


জানুয়ারি ৯, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আজমতপুর সীমান্তে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক অভিযানে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের আশঙ্কা রয়েছে। এ কারণে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ৬টি বিদেশি অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ টহল ও অপারেশন পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ।