হাবিবুল বারি হাবিব : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর । এছাড়াও আমের রাজধানী হিসেবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমবাজার কানসাট আমবাজারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেই অবস্থিত । প্রতিদিনই সোনামসজিদ স্থলবন্দর থেকে বিভিন্ন মালামাল বোঝাই ও কানসাট আমবাজার থেকে আমবোঝাই শত শত ট্রাক শিবগঞ্জের বুক দিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে । ভোলাহাট, কানসাট ও শিবগঞ্জ থেকে ঢাকাগামী অনেকগুলো বাস সহ অসংখ্য যানবাহনের যাতায়াত শিবগঞ্জের ইসরাইল মোড়ের উপর দিয়ে । কিন্তু দীর্ঘদিন যাবৎ মৃত্যুঝুঁকি নিয়েই এসব যানবাহন চলেই যাচ্ছে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ ইসরাইল মোড় ও জালমাছমারী এলাকার অংশটুকু দিয়ে । রাস্তার এক পাশের অধিকাংশ টুকুই ভেঙে থাকায় অল্প বৃষ্টিতেই যেন ছোট পুকুরে পরিণত হচ্ছে রাস্তা । এদিকে এক পাশ দিয়েই উভয়মুখী যানবাহন পারাপারের সময় মৃত্যু ঝুঁকিতে পড়ছে চালক ও যাত্রীরা । ইতোমধ্যেই কিছু কিছু যানবাহন উল্টে যাওয়ারও ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা । বর্তমানে বৃষ্টির প্রকোপ চলমান থাকায় দিন দিন রাস্তার ভাঙন বাড়তেই আছে । সরেজমিনে যাত্রী ও গাড়িচালকদের সাথে কথা বললে তারা জানান, মহাসড়কের শিবগঞ্জ ইসরাইল মোড়-জালমাছমারী অংশটুকু অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে । যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে । আমরা যত দ্রুত সম্ভব রাস্তার এই অংশটুকুর সংস্কার চাই । এ বিষয়ে জানতে চাইলে রাস্তা ভেঙে যাওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখে বৃষ্টি শেষ হলেই সংস্কারের ব্যবস্থা করা হবে বলে পৃথিবী সংবাদকে জানান সড়ক ও জনপথ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী এএম আতিকুল্লাহ ।
চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড়ের রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 7 September 2020, সময় : 2:53 PM
আপনার মতামত দিন :