হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষা সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি জব্দ করে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের একটি দল । সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে । এপ্রেক্ষিতে আজ ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময়ে হঠাৎ গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়ন এর রাঘববাটি এলাকা দিয়ে অবৈধ ও চোরাচালানকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে ঢোকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে রাঘববাটি নামক স্থানে সকাল ১১:৩০ টায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন একজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রততার সাথে উক্ত জায়গা থেকে চলে যেতে থাকলে তাকে ধরতে গেলে সেই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ০২টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি জব্দ করে। ৫৩ বিজিবি ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও জানান ।
