ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠ কাঁপাচ্ছেন ড. কেরামত আলী


অক্টোবর ৩১, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী । শিবগঞ্জের এই কৃতি সন্তান গত ২০০৯ ও ২০১৪ সালে বিপুল ভোটে দুই বার নির্বাচিত হয়ে টানা ১০ বছর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন । এবার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি । বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মাঝে জোরালো আলোড়ন সৃষ্টি হয়েছে এই প্রার্থীকে নিয়ে । চাঁপাইনবাবগঞ্জ-১ আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত । এই উপজেলাটিকে নতুনরূপে সাজাতে এক গুচ্ছ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন ড. কেরামত আলী । এই প্রার্থীর দেয়া প্রতিশ্রুতিতে যেন আস্থা পাচ্ছেন ভোটাররা । উপজেলার প্রতিটি এলাকায় যেন গুঞ্জন উঠেছে যে, এবার দাঁড়িপাল্লাকেই তারা বিজয়ী করতে চায় । জনগন দেখতে চায় নতুন এমপির নতুন সব প্রতিশ্রুতির বাস্তবায়ন । এ বিষয়ে ড. কেরামত আলী বলেন, আমরা শিবগঞ্জ উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে তা নিরসনে বাস্তবমূখী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি । রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য । প্রচারমাঠে জনগনের সাড়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি পরপর দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম । এবার সেসব নির্বাচনের চেয়ে জনগন যেন আরো বেশি উন্মুখ হয়ে আছে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য ।