হাবিবুল বারি হাবিব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী । শিবগঞ্জের এই কৃতি সন্তান গত ২০০৯ ও ২০১৪ সালে বিপুল ভোটে দুই বার নির্বাচিত হয়ে টানা ১০ বছর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন । এবার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি । বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মাঝে জোরালো আলোড়ন সৃষ্টি হয়েছে এই প্রার্থীকে নিয়ে । চাঁপাইনবাবগঞ্জ-১ আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত । এই উপজেলাটিকে নতুনরূপে সাজাতে এক গুচ্ছ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন ড. কেরামত আলী । এই প্রার্থীর দেয়া প্রতিশ্রুতিতে যেন আস্থা পাচ্ছেন ভোটাররা । উপজেলার প্রতিটি এলাকায় যেন গুঞ্জন উঠেছে যে, এবার দাঁড়িপাল্লাকেই তারা বিজয়ী করতে চায় । জনগন দেখতে চায় নতুন এমপির নতুন সব প্রতিশ্রুতির বাস্তবায়ন । এ বিষয়ে ড. কেরামত আলী বলেন, আমরা শিবগঞ্জ উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে তা নিরসনে বাস্তবমূখী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি । রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য । প্রচারমাঠে জনগনের সাড়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি পরপর দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম । এবার সেসব নির্বাচনের চেয়ে জনগন যেন আরো বেশি উন্মুখ হয়ে আছে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য ।
