ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর ভিপি হলেন সাদিক কায়েম


সেপ্টেম্বর ১০, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : অনেক জল্পনা-কল্পনা, অভিযোগ ও পাল্টা অভিযোগের পর ডাকসুর ভিপি হলেন শিবির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: আবু সাদিক (সাদিক কায়েম) । মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ । এরপর ভোট গণনা শেষে পরদিন ১০ সেপ্টেম্বর রাত ১:৩০ টায় ঘোষিত হয় বেসরকারি ফলাফল এবং সকাল ৮:৩০ টায় ঘোষনা হয় চূড়ান্ত ফলাফল । ফলাফলে শিবির নেতা মো: আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭ শত ৮ ভোট । সারাদিনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন । এই নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন ।