ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫ দেশের সফর বাতিল


আগস্ট ২২, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বহুল প্রত্যাশিত ঢাকা সফর। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান সংলাপকে কেন্দ্র করে ন্যাটো মিত্রদের সঙ্গে ব্যস্ত সূচির কারণেই এশিয়া পাঁচটি দেশে সফরের পুরো কর্মসূচি আপাতত স্থগিত করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেলোনির ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। সফরসূচি অনুযায়ী, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করারও পরিকল্পনা ছিল। এমনকি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যাকেও বাংলাদেশে আনার কথা শোনা যাচ্ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রীকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যেই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। তবে হঠাৎ করেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে নতুন রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ায় এশিয়ার সফরসূচি থেকে তাকে সরে দাঁড়াতে হয়েছে।

এক কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ হয়ে মেলোনির এশিয়া সফর শুরু হওয়ার কথা ছিল। পরবর্তী ধাপে তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ন্যাটোর অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে ইতালির ভূমিকা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে তিনি এ মুহূর্তে এশিয়া সফর থেকে সরে এসেছেন।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিল।