ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

হাবিবুল বারি হাবিব
আগস্ট ১৮, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে । সোমবার ১৮ আগস্ট ২০২৫ বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন চক দৌলতপুর গ্রামের মো: মুরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (২৯) ও তাদের ছেলে মুজাহিদ হোসেন (৮) ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির আঙিনায় কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মুরশিদা খাতুন । মাকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলে মুজাহিদও ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন । তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।