হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি বন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্ন এলাকা প্লাবিত হওয়ায় বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলী । সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি লক্ষীপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন জামায়াতের আমীর মো: মতিউর রহমানের সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর সার্বিক পরিকল্পনা ও সহযোগিতায় স্থানীয় প্রায় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা মানুষ হিসেবে আপনাদের কষ্ট ভাগাভাগি করতে এসেছি । সহায়তা নয়, বরং আপনাদের মাঝে আসার সময় কিছু উপহার নিয়ে এসেছি । একজন মানুষ হিসেবে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সেই দায়িত্ব পালন করতেই আমরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি । সর্বদাই অসহায় মানুষের সহায়তায় জামায়াতে ইসলামীর এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ড. কেরামত আলী । খাদ্যসামগ্রী উপহার প্রদানকালে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো: বাবুল ইসলাম ও শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলী ।
