ইনস্টাগ্রামে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে সর্বাধিক অনুসারীর রেকর্ড রয়েছে হানিয়ার। এবার সেই জনপ্রিয়তা প্রতিফলিত হলো বিশ্বসেরা সুন্দরীদের তালিকাতেও। এবার তিনি জায়গা করে নিলেন আইএমডিবির বিশ্বের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রীর তালিকায়।

সুন্দরীদের সেই তালিকায় টম ক্রুজের প্রেমিকা আনা দে আরমাস (৭ম), ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন (৮ম), জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড (৯ম) ও তুর্কি সুন্দরী হান্দে এর্চেলকে (১০ম) পেছনে ফেলে ষষ্ঠ স্থানে জায়গা করে নেন হানিয়া আমির।
উল্লেখ্য, সম্প্রতি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘কাভি ম্যায় কাভি তুম’ ধারাবাহিকে হানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া ‘সর্দার জি ৩’ দিয়ে পাঞ্জাবি সিনেমায় অভিষেক ঘটে তার, যা তাকে আন্তর্জাতিক জনপ্রিয়তা এনে দেয়।
