গত কয়েকদিন ধরেই একমাত্র সন্তানপদ্ম জ্বরে ভুগছেন। ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার মাঝেই রবিবার (১৭ আগস্ট) বিকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন চিত্রনায়িকা পরীমনি। নায়িকার ঘনিষ্টজন জানান,তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। তবে বর্তমানে শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত হলেও তার প্রচণ্ড জ্বর। চিকিৎসকেরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে।
হাসপাতাল থেকে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। ‘গোলাপ’ সিনেমায় তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’-এর পরিচালক সামছুল হুদা। তিনি জানান, রাজনৈতিক থ্রিলার গল্পে ছবিটি নির্মিত হবে।
‘গোলাপ’ ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম ডানা। গল্পে ডানা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় “রুপা” চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি, নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’
