আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৩ জন গ্রেপ্তার, ২টি মোটরসাইকেল জব্দ

ডেস্ক রিপোর্ট : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক ২টি মাদকবিরোধী অভিযানে ১০২ বোতল ফেনসিডিল ও ২০০ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে হানিফ (২৮), মোঃ আজিজুল হকের ছেলে মো. মোশারফ হোসেন (১৮) ও একই উপজেলার চরপাকা দশরশিয়ার গ্রীণ কর্মকারের ছেলে শ্রী স্বাধীন কর্মকার (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের বিএন বাজারের সাথী ফার্মেসীর সামনের কানসাট-চৌডালা অভিমুখী পাঁকা রাস্তায় ২টি মোটরসাইকেল আরোহীকে থামায় ডিএনসির সদস্যরা।

তিনি আরও জানান, পরে তাদের দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় পরিহিত কটি থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ১টি পালসার ১৫০ সিসি ও ১টি টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপর দিকে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মেসার্স মিসবা ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ স্বাধীন কর্মকারকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযান ২টি চালায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ২টি মামলা রুজু করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :