কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের রশিকনগর এলাকায় আশরাফ চেয়ারম্যান এর বাড়ির সামনের সড়কে অটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ১ জন অটো চালকের মৃত্যু হয়েছে। আগত হয়েছে আরও কয়েকজন যাত্রী।
মৃত ব্যক্তি অটো চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে মো. মুকুল (৫৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, রোববার সন্ধ্যা ৭ টার দিকে আশরাফ চেয়ারম্যান এর বাড়ির সামনের সড়কে অটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ১ জন অটো চালকের মৃত্যু হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুটভুটি ও অটোরিকশাটিকে আটক করা হয়েছে। কয়েকদিন আগে একই সড়কে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে একজন ভুটভুটি চালক নিহত হয়।