আজ শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর ফাঁড়ি পুলিশের অভিযানে চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে বিভিন্নস্থান থেকে ৮০ বোতল বাংলা মদ (চোলাই মদ)সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে এস আই উৎপল কুমার সরকারসহ সদর ফাঁড়ি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানগুলি পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ নং ওয়ার্ডের ধঞ্চ্যারমোড় এলাকার এলাস হোসেন ও সেলিনা বেগমের ছেলে মাজেদ আলী (৩৫), ভবানীপুর তেররশিয়ার ইসলামপুর ২ নং ওয়ার্ডের আবু বক্কর ও মোছা. বেগমের ছেলে রুহুল আমিন (৩৮) ও ভেলুর মোড়ের একজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে এসআই উৎপল জানান, মাদক দমনে সদর ফাঁড়ি পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। একালায় কেউ মাদক বিক্রি করলে সদর মডেল থানা অথবা সদর ফাঁড়ি পুলিশ অফিসে জানানোর জন্যও নাগরিকদের আহবান জানান এ পুলিশ কর্মকর্তা।

অপর দিকে একই দিন নয়াগোলা গাইন পাড়া থেকে ৬০ লিটার চোলাই মদ ও ১২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ ২জন জনকে গ্রেপ্তার করে একই টিম।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, নয়াগোলা গাইন পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে আয়েশা খাতুন (৪০) ও একই পাড়ার সেকেন্দার আলির ছেলে আবু বক্কর (৫০)।

এ দুটি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :