আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

নাচোলে বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ ৫ শীর্ষ চোরাকারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রাজবাড়ী হাটের কলাহাটী বটতলায় অভিযান পরিচালনা করে ৬৭ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ ৫ জন শীর্ষ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

উদ্ধার বিড়ির আনুমানিক মূল্য ৩৩ হাজার ৫০০ টাকা। এ সময় নগদ ৩৩ হাজার টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত চোরাকারবারীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মৃত পেশকার হোসেনের ও মোছা. জোবেদা বেগমের ছেলে মজিবর রহমান (৪৫), নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ৪ নং রসুলপুর এলাকার বনগাঁপাড়া চোবাপাড়ার মৃত লোকমান হোসেন ও মৃত মরিয়মের ছেলে আব্দুল খালেক (৬৫)।

নাচোল উপজেলার রাজবাড়ী মোহাম্মদপুর এলাকার মৃত ওছির উদ্দিন ও মৃত আনোয়ারা বেগমের ছেলে আমিনুল ইসলাম (৫০), একই উপজেলার বিশালপুরের শ্রী খিতিশ বর্মন ও শ্রী রেবতি বর্মনের ছেলে শ্রী ধলপতি বর্মন (৩০) এবং নাচোল উপজেলার গোবিন্দপুর ভাতসা গ্রামের আব্দুর রাজ্জাক ও মোছা. নুরুন্নাহার বেগমের ছেলে নূর আলম (৩০)।

র‌্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়িসহ ৫ চোরাকারবারি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিন্ত করেছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে অভিযান টি চালানো হয়। এ ঘটনায় নাচোল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :