কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : গত বৃহস্পতিবার থেকে মানসিক ভারসাম্যহীন এক নারী নিখোঁজের পর উদ্ধার করে শুক্রবার পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছে পুলিশ। জরুরী সেবা নম্বর ৯৯৯ অভিযোগ পাবার পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের নিকট পৌঁছে দিয়েছে।
মেয়েটি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ার মো. আবদুল করিম ও আমেনার মেয়ে মোসা. আয়েশা খাতুন (১৬)।
এস আই মো. নাজমুল হক জানান, মোবাইল-১ ডিউটি করার সময় ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি সন্ধ্যা সিনেমা হলের কাছে বৃষ্টিতে ভেজা অবস্থায় একটি মেয়ে পড়ে আছে। সন্ধ্যা হলের পাশে একটি ঝোপের ভিতর বসে ছিল মেয়েটি। পরে এলাকার লোকজন মেয়েটিকে ঝোপ থেকে তুলে এনে শুকনো স্থানে নিয়ে আসে।
তিনি আরও জানান, মেয়েটি এর আগেও বেশ কয়েকবার হারিয়ে গেছিলো। মেয়েটি ঠিকমত কথা বলতেও পারে না। পরে আমিসহ পুলিশের সঙ্গীয় ফোর্স
খোঁজখবর নিয়ে মেয়েটির ঠিকানা পেয়ে মেয়ের বাবা আবদুল করিম এর নিকট আয়েশাকে বুঝিয়ে দিয়ে আসি। আবারও ৯৯৯ জরুরী সেবা নম্বর এর উপকার পেল চাঁপাইনবাবগঞ্জ। এলাকাবাসী পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মেয়েটিকে উদ্ধার করে দেবার জন্য ।