নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৫ ওয়ার্ডে মহানন্দা নদীর ফুলন মেম্বারের ঘাটে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকা বাসী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
২১ জুলাই মঙ্গলবার দুপুর আড়ায়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য বাহাদুর আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান আছে ।